Government Logo

Government of the People's Republic of Bangladesh

RAOZAN GOVERNMENT TECHNICAL SCHOOL & COLLEGE

RAOZAN, CHATTOGRAM. EIIN: 139350, BTEB CODE: 70307

Raozan TSC LogoI

About TSCR

চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলাটি সর্বাধিক পরিচিত ও স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। যার আয়তন ২৪৬.৫৮ বর্গ কি.মি। কর্ণফুলি এবং হালদা রাউজান উপজেলার পার্শ্বস্থ দু’টি বড় নদী। রাউজানের উত্তরে ফটিকছড়ি, দক্ষিণে রাঙ্গুনিয়া ও কর্ণফুলি নদীর পার্শ্বস্থ বোয়ালখালী, পূর্বে রাঙ্গামাটির কাউখালী, পশ্চিমে হাটহাজারী উপজেলা অবস্থিত। রাউজান উপজেলার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। সড়কপথে দেশের যেকোন স্থান থেকে চট্টগ্রাম শহরের মুরাদপুর অথবা অক্সিজেন মোড় থেকে বাস যোগে রাউজান সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আসা যায়। কলেজটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাউজান উপজেলা সদর থেকে ৫ কিমি দূরত্বে চিকদাইর ইউনিয়নে গহিরা-কুন্ডেশ্বরীর মাঝামাঝি স্থানে প্রায় ১.৫ একর জমির উপর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত ।

রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন ও কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রনাধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মধ্যে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান যার পাঠদান প্রক্রিয়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালা মোতাবেক পরিচালিত হয়। ২০২১ সাল হতে দক্ষ জনশক্তি তৈরী, দারিদ্র বিমোচন এবং রাউজান উপজেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে দেশে প্রথম বারের মত জেএসসি(ভোকেশনাল) পর্যায়ে ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণীতে এবং এসএসসি(ভোকেশনাল) ৯ম ও ১০ম শ্রেণিতে প্রায়ই ৮০০ শত শিক্ষার্থী নিয়ে পাঠদান প্রক্রিয়া চলমান।

২(দুই) বৎসর মেয়াদী এসএসসি(ভোকেশনাল) শিক্ষাক্রমে চলমান ট্রেডসমূহ:

  • জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস,
  • আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিকস,
  • সিভিল কনস্ট্রাকশন এন্ড সেইফটি,
  • রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

শিক্ষা ও প্রশিক্ষণের সুষ্ঠ ও সুন্দর পরিবেশ বজায় রেখে Quality Education নিশ্চিত করণসহ সততা, নিষ্ঠা, নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে গড়ে তোলা দক্ষ জনশক্তি (Skills Manpower) দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী তৈরী করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।