Government Logo

Government of the People's Republic of Bangladesh

RAOZAN GOVERNMENT TECHNICAL SCHOOL & COLLEGE

RAOZAN, CHATTOGRAM. EIIN: 139350, BTEB CODE: 70307

Raozan TSC LogoI

Principal’s Message

Principal’s Message

দক্ষতাই উন্নয়ন-এ কথাটি কারিগরি শিক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। একটি দেশের উন্নয়নের জন্য দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা অপরিহার্য। পৃথিবীর যে দেশে যত বেশি দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী আছে সেই দেশ তত বেশি উন্নত। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সম্প্রসারণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ‘‘১০০টি উপজেলায় ১টি করে টেকটিক্যাল স্কুল ও কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের ” আওতায় ২০২২সাল পর্যন্ত ৭০টি  টিএসসির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

দেশের সার্বিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে অর্থবহ করার জন্য কারিগরি শিক্ষার সম্প্রসারণ এবং মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ‘‘১০০টি উপজেলায় ১টি করে টেকটিক্যাল স্কুল ও কলেজ স্থাপন শীর্ষক প্রকল্পের’’ আওতায় চট্টগ্রাম জেলার স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রাউজান উপজেলার জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরের লক্ষ্যে জেএসসি(ভোকেশনাল), এসএসসি(ভোকেশনাল) এবং এইসএসসি(ভোকেশনাল) পাঠদানের অনুমোদনের মাধ্যমে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

তারই লক্ষ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণে নিম্ন মাধ্যমিক শিক্ষাক্রম জেএসসি  (ভোকেশনাল-যাতে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি একটি করে কারিগরি বিষয় অন্তর্ভূক্ত রয়েছে) এবং এসএসসি(ভোকেশনাল) ৯ম শ্রেণীতে- ১) আইটি সাপোর্ট ও আইওটি বেসিকস, ২) জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস, ৩) সিভিল কনস্ট্রাকশন এন্ড সেইফটি, ৪) রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং-  মোট ০৪(চার)টি ট্রেডে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে এইচএসসি(ভোকেশনাল) পর্যায়ে ভর্তি ও পাঠদান প্রক্রিয়া শুরু হবে।

আশা করছি এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অত্র এলাকার জনগন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যানে নিজেদেরকে নিয়োজিত করতে পারবে।

প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম
                 অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
           মোবাইলঃ ০১৮১১-৮৮৮৩৪২  
  ই-মেইলঃ principal.tscr@gmail.com